Telangana Govt | রানা ডগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা-সহ ২৫জন তারকার বিরুদ্ধে FIR তেলেঙ্গানা সরকারের!

Thursday, March 20 2025, 11:08 am
Telangana Govt | রানা ডগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা-সহ ২৫জন তারকার বিরুদ্ধে FIR তেলেঙ্গানা সরকারের!
highlightKey Highlights

তেলেগু অভিনেতা রানা ডগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডার মতো ২৫ জন তারকার বিরুদ্ধে FIR দায়ের করল তেলেঙ্গানা সরকার!


তেলেগু অভিনেতা রানা ডগ্গুবতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডার মতো ২৫ জন তারকার বিরুদ্ধে FIR দায়ের করল তেলেঙ্গানা সরকার! জানা গিয়েছে, বেআইনি বেটিং অ্যাপের বিজ্ঞাপন এবং প্রচারের অভিযোগ রয়েছে এই ২৫ জনের বিরুদ্ধে। তাই প্রতারণা সহ একাধিক ধারায় FIR দায়ের করেছে তেলেঙ্গানা সরকার। এই অভিযোগ দায়ের করেন ফণীন্দ্র শর্মা নামে এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, বিপুল জনপ্রিয় এই তারকাদের সোশাল মিডিয়া ব্যবহার করে বেটিং সংস্থাগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের প্রচার করছে। আর এর ফলে প্রভাবিত হচ্ছেন




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File