Tejas Fighter Jet | ‘ব্যারেল রোল’ দেখাতে গিয়েই বিপত্তি? যুদ্ধবিমান তেজস ভেঙে পড়ায় তদন্তের নির্দেশ IAF-র
Friday, November 21 2025, 3:15 pm
Key Highlightsভেঙে পড়া বিমানটির পাইলট ‘ব্যারেল রোল’ নামে একটি কৌশল করার চেষ্টা করছিলেন।
শুক্রবার দুপুর দু’টো বেজে আট মিনিট নাগাদ দুবাই এয়ারশোতে ভেগে পড়েছে ভারতীয় বায়ুসেনার (IAF) অত্যন্ত বিশ্বস্ত দেশি যুদ্ধবিমান, তেজস (Tejas)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। দুর্ঘটনার কারণ জানতে ‘কোর্ট অফ ইনকোয়ারি’র নির্দেশ দিয়েছে IAF। যুদ্ধবিমানটির শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন বিশেষজ্ঞরা। তাঁদের অনুমান, বিমানটির পাইলট ‘ব্যারেল রোল’ নামে একটি কৌশল করার চেষ্টা করছিলেন। এই কৌশল অনুযায়ী যুদ্ধবিমানটি প্রথমে নেমে এলেও পরে ওপরে উঠতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় পাইলট।
- Related topics -
- আন্তর্জাতিক
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- ভারতীয় বায়ুসেনা
- যুদ্ধবিমান
- বিমান
- ভারতীয় বিমান
- ভারতীয় বিমানবাহিনী
- দুবাই
- ভারতীয় সেনা
- বিমান দুর্ঘটনা
- মৃত্যু
- বিমান চালক

