Panskura | “মা আমি চুরি করিনি!” সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্র, কাঠগড়ায় সিভিক পুলিশ, এলাকায় নামল RAF!
Friday, May 23 2025, 5:27 am
Key Highlightsদোকানদারের দেওয়া মিথ্যা চুরির অপবাদ মেনে নিতে না পেরে আত্মহত্যা ক্লাস সেভেনের স্কুলছাত্রের। বিক্ষোভে উত্তাল এলাকা।
পাশকুঁড়ায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু। স্থানীয় সূত্রে খবর এদিন কৃষ্ণেন্দু দাস নামক এক সপ্তম শ্রেণীর ছাত্রকে চিপসের প্যাকেট চুরির মিথ্যে অপবাদ দেয় দোকানের মালিক তথা সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত। প্রকাশ্য রাস্তায় চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবোসও করানো হয় কৃষ্ণেন্দুকে। এ ঘটনায় বিরূপ প্রভাব পড়ে শিশুমনের ওপর। বাড়ি এসে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ছেলেটি। সুইসাইড নোটে লিখে যায় “মা আমি চুরি করিনি!” এঘটনায় অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভে বসেছে এলাকাবাসী। পরিস্থিতি সামলাতে RAF নামানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পূর্ব বর্ধমান
- পাঁশকুড়া
- আত্মহত্যা
- পশ্চিমবঙ্গ
- ছাত্র মৃত্যু
- মৃত্যু
- রহস্য মৃত্যু
- শিশু মৃত্যু
- সিভিক ভলান্টিয়ার

