কেরলে টানা তিন বছর ধরে আত্মীয়সহ ৪৪ জন মিলে এক কিশোরীকে করা হত গণধর্ষণ, গ্রেফতার ২২

Friday, January 22 2021, 11:27 am
কেরলে টানা তিন বছর ধরে আত্মীয়সহ ৪৪ জন মিলে এক কিশোরীকে করা হত গণধর্ষণ, গ্রেফতার ২২
highlightKey Highlights

দেশের শিক্ষিতের হার নিয়েও অন্যান্যদের কয়েক যোজন পিছনে ফেলে দিতে পারে যে রাজ্য, সেই কেরালাতেই এবার ঘটল এক হাড়হিম করা নৃশংসকর ঘটনা। ২০১৭ সাল থেকে কেরলের মালাপ্পুরাম জেলার পান্ডিকাদ জেলায় ১৫ বছর বয়সী এক পিতৃহীন কিশোরীকে বাড়িতে রেখে তার মা ও দাদাকে কাজের প্রয়োজনে বাইরে যেতে হত। সেই সুযোগে দীর্ঘদিন ধরে, সময়টা প্রায় ৩ বছর, ৪৪ জন মিলে তাকে ধর্ষন করত। জানা গেছে তাদের মধ্যে কয়েকজন কিশোরীর ঘনিষ্ট আত্মীয়ও আছে। ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিদের খোঁজার কাজে তদন্ত চলছে এখনও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File