টেকনোলজি

মাইক্রোসফট এবার তাঁদের নিজস্ব অফিস অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ডার্ক মোড যোগ করতে চলেছে

মাইক্রোসফট এবার তাঁদের নিজস্ব অফিস অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ডার্ক মোড যোগ করতে চলেছে
Key Highlights

এতোদিন কেবলমাত্র আইওএস সংস্করণে ছিল বিল্ট-ইন ডার্ক মোড। এবার নিজেদের অফিস অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে ও ডার্ক মোড যোগ করছে মাইক্রোসফট কোম্পানি। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সর্বশেষ সংস্করণের অফিস অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ডার্ক মোডে চালু করে নেবে। তবে, এটি পেতে অবশ্যই সিস্টেম প্রেফারেন্স ঠিক করে রাখতে হবে ব্যবহারকারীকে। এ প্রসঙ্গে মাইক্রোসফটের পণ্য ব্যবস্থাপক সৌরভ নাগপাল বলছেন, “আমাদের অসংখ্য গ্রাহক এ ফিচারটির জন্য অনুরোধ করেছেন। অনেকেই ডার্ক মোড ব্যবহার করতে চান কারণ এটি তাদেরকে মোবাইল ডিভাইসে পড়ার ক্ষেত্রে এবং কাজ করার ক্ষেত্রে আরও স্বস্তিদায়ক দৃষ্টিনির্ভর অভিজ্ঞতা উপহার দেয়।”