ইউপিএসসি পাঠ্যসূচিতে 'ভুল' তথ্য! মামলা দায়ে করা হল BYJU'S- এর মালিককের নামে

Monday, August 9 2021, 4:26 pm
highlightKey Highlights

ইউপিএসসি পাঠ্যক্রমে 'বিভ্রান্তিকর' তথ্য দেওয়ার ফলে এডটেক কোম্পানি BYJU'S- এর মালিককের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগে মামলা করেছে মুম্বাই পুলিশ। ফৌজদারি ষড়যন্ত্রের জন্য ভারতীয় দণ্ডবিধির ধারা ১২০ এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৬৯ এর অধীনে আরে কলোনি থানায় এফআইআর করা হয়েছে। এই বিষয়ে BYJU'S- এর একজন মুখপাত্র বলেন, "আমরা কোন কিছু বলার মত অবস্থায় নেই , কারণ আমরা এখনও FIR এর কপি পাইনি। আমরা ক্রাইমোফোবিয়া, একটি ব্যক্তিগত সত্তা থেকে একটি চিঠি পেয়েছি, এতে দাবি করা হয়েছে যে ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে জাতিসংঘের কনভেনশন সম্পর্কিত ইউপিএসসি পরীক্ষার জন্য আমাদের প্রকাশিত প্রস্তুতিমূলক উপাদান ভুল।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File