Kranti Gaur | বিশ্বকাপজয়ী 'ক্রান্তি'র লক্ষীলাভ, পুরস্কারমূল্যে ছাপিয়ে গেলেন হরমনপ্রীত-স্মৃতিদের!

Monday, November 3 2025, 2:36 pm
highlightKey Highlights

বাকিদের থেকে বেশি টাকা পেলেন টিম ইন্ডিয়ার পেসার ক্রান্তি গৌড়। ICC ও BCCI-এর পুরস্কারমূল্য বাদ দিয়ে তিনি আরও বেশি টাকা পুরস্কার হিসেবে পেলেন।


৫২ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতের লক্ষ্মীরা। লক্ষ্মীলাভ হয়েছে কন্যেদের। ICC-র পক্ষ থেকে প্রায় ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে বিজয়ী দলকে। BCCI দেবেন ৫১ কোটি টাকা। এবার পুরস্কারমূল্যের দিক থেকে বাকিদের থেকে এগিয়ে গেলেন ভারতীয় পেসার ক্রান্তি গৌড়। বিশ্বকাপে মোট ৮টি ম্যাচে ৯টি উইকেট নিইয়েছেন ক্রান্তি। ফাইনালে ৩ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়েছেন। তাঁর জন্য ১ কোটি টাকা পুরস্কারমূল্যের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ফলে BCCI, ICC এবং রাজ্যের পুরস্কারমূল্য মিলিয়ে ভাগ্যলক্ষী চমকাচ্ছে ক্রান্তির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File