ICC Champions Trophy 2025 | চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া! দুবাই-শ্রীলঙ্কাতে ম্যাচ আয়োজন করার পরামর্শ দিলো BCCI!
Thursday, July 11 2024, 8:04 am

২০২৫ সালে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পড়শি দেশ পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া।
২০২৫ সালে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পড়শি দেশ পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। বহু জল্পনা শেষে BCCI জানিয়ে দিলো, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। এর বদলে BCCI ICC-কে পরামর্শ দেবে ম্যাচগুলো দুবাই অথবা শ্রীলঙ্কাতে আয়োজনের জন্য। তবে মনে করা হচ্ছে দুবাইয়ের বদলে এশিয়া কাপের মতো শ্রীলঙ্কায় হতে পারে। যদিও এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ICC। তাদের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।