Ind vs Aus । টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারত, ফাইনালে পৌঁছলো অজিরা
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে হেরে গেলো টিম ইন্ডিয়া।
ছিল ডু অর ডাই ম্যাচ। তবে শেষরক্ষা হলো না। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে হেরে গেলো টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলো ভারতের। টানা তিনবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলো ভারত। উল্লেখ্য, বক্সিং ডে টেস্টে পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিলো ভারতের। ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সিডনির নিউ ইয়ার টেস্টে জিততেই হতো টিম ইন্ডিয়াকে।