Women's U19 Asia Cup | ১২.১ ওভার বাকি থাকতেই জয়! অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারতের মেয়েরা
Sunday, December 15 2024, 12:52 pm
Key Highlights১২.১ ওভার (৭৩ বল) বাকি থাকতে পাকিস্তানকে নয় উইকেটে ধ্বংস করে দিয়েছে টিম ইন্ডিয়া।
ক্রিকেটের ময়দানে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল ভারতের মেয়েরা। রবিবার কুয়ালামপুরে অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ৬৭ রান তোলে পাকিস্তান। জবাবে এক উইকেট হারিয়ে মাত্র ৪৭ বলেই সেই রানটা তুলে নেয় ভারত। অর্থাৎ ১২.১ ওভার (৭৩ বল) বাকি থাকতে পাকিস্তানকে নয় উইকেটে ধ্বংস করে দিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের মেয়েদের মধ্যে ২৯ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন জি কমলিনী। আর ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন সোনিকা চালকে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সোনম যাদব।
-  Related topics - 
 - খেলাধুলা
 - ক্রিকেট
 - ভারতীয় ক্রিকেটদল
 - মহিলা ক্রিকেটার
 - ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
 - পাকিস্তান
 - এশিয়া কাপ
 

 