India Team | ODI টিমের ক্যাপ্টেন্সির রাশ 'গিল'-এর হাতে! বড় দায়িত্বে শ্রেয়স, কামব্যাক কোহলি-রোহিতেরও

Saturday, October 4 2025, 12:27 pm
highlightKey Highlights

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ় থেকেই রোহিত শর্মার পরিবর্তে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন পাঞ্জাবের এই ক্রিকেটার।


অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা বোর্ডের। শর্মা যুগের অবসান! রোহিত শর্মার দ্বায়িত্ব পেলেন পাঞ্জাবতনয়। ভারতের ODI টিমের নতুন অধিনায়ক হলেন শুবমান গিল। সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এই প্রথম ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ রয়েছেন ODI টিমে। স্পিনারদের মধ্যে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল। ওয়ানডেতে না থাকলেও টি টোয়েন্টি দলে রয়েছেন জশপ্রীত বুমরাহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File