দেশ

Income Tax | শিক্ষক, সন্ন্যাসী, ধর্মযাজকদেরও কর দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Income Tax | শিক্ষক, সন্ন্যাসী, ধর্মযাজকদেরও কর দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Key Highlights

সুপ্রিম কোর্টের রায়: সরকারি স্কুলের সন্ন্যাসী ও ধর্মযাজকদের বেতন আয়করের আওতায়।

সরকার পোষিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত সন্ন্যাসিনী ও ধর্মযাজকদের বেতন নিয়ে বড় রায় দিলো সুপ্রিম কোর্ট। একলপ্তে ৯৩টি আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, ‘সম্পত্তির প্রতিজ্ঞা’ নেওয়ার পরেও সরকার পোষিত খ্রিস্টান মিশনারি স্কুলে কর্মরত সন্ন্যাসিনী এবং ধর্মযাজকদের প্রাপ্ত বেতন থেকে যদি আয়কর দফতর টিডিএস কেটে নেয়, তাহলে তাতে কোনও ভুল নেই। সরকার পোষিত খ্রিস্টান মিশনারি স্কুলগুলিকে যে অর্থ দেওয়া হয়, সেটা বেতন বাবদই দেওয়া হয়। তাই টিডিএস ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না।