শহর কলকাতা

TCS | 'সিলিকন ভ্যালি'তে তৈরী হচ্ছে TCSর নয়া ক্যাম্পাস! কতজনের চাকরির সুযোগ থাকবে?

TCS | 'সিলিকন ভ্যালি'তে তৈরী হচ্ছে TCSর নয়া ক্যাম্পাস! কতজনের চাকরির সুযোগ থাকবে?
Key Highlights

কলকাতায় গড়ে উঠছে TCSর নয়া ক্যাম্পাস! ইতিমধ্যে প্রকাশ হলো সেই ক্যাম্পাসের ছবি।

কলকাতায় গড়ে উঠছে TCSর নয়া ক্যাম্পাস! ইতিমধ্যে প্রকাশ হলো সেই ক্যাম্পাসের ছবি। নিউ টাউনের 'সিলিকন ভ্যালি'তে ২০ একরের বেশি জমির উপরে ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা TCSর নয়া ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে। এই ক্যাম্পাসে ১৬,৫০০ জনের বসার বন্দোবস্ত থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে বছরতিনেকের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। বলা বাহুল্য, ‘সিলিকন ভ্যালি’তে TCS ছাড়াও আদানি এন্টারপ্রাইস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিস, এনটিটি ডেটা কর্পোরেশনের মতো প্রথমসারির সংস্থা জমি অধিগ্রহণ করেছে।