রাজ্য

ভাড়া বাড়ানোর দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজ্যে টানা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber চালকরা

ভাড়া বাড়ানোর দাবিতে ২২ ফেব্রুয়ারি রাজ্যে টানা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber চালকরা
Key Highlights

রাজ্যে ধর্মঘটের ডাক দিল Taxi,Ola,Uber। ২২ ফেব্রুয়ারি টানা ২৪ ঘণ্টার ধর্মঘট। যাঁরা ওলা উবের ট্যাক্সিতে যাতায়াত করেন, এদিন ভোগান্তির কথা মাথায় রেখেই রাস্তায় বেরোতে হবে। হলুদ ট্যাক্সি চালকদের অবস্থা ও ভাড়া নিয়ে কোনও হেলদোল নেই রাজ্যের। অন্যদিকে, নিত্যদিন ওলা উবের চালক ও মালিকদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। প্রত্যেকদিন বাড়ছে পেট্রোল জিজেলের দাম কিন্তু সেভাবে Taxi-র ভাড়া বাড়ানো হয়নি। ২০১৮ সালে ডিজেলের দাম ছিল ৭২.৮৩ টাকা। ২০২১ ফেব্রুয়ারি মাসের ডিজেলের দাম হয়েছে প্রায় ৮০ টাকার বেশি। ২০১৮ সালের পর ভাড়ার দিকে নজর দেয়নি রাজ্যের পরিবহন দফতর। Taxiতে উঠলেই সর্বনিম্ন ভাড়া ৫০ টাকার দাবিতে এদিনের ধর্মঘট।