শিয়ালদহে নাজেহাল যাত্রীরা, লকডাউনে পাওয়া যাচ্ছেনা ট্যাক্সি এছাড়াও অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ
Monday, May 17 2021, 8:26 am
Key Highlights রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে লকডাউন। বন্ধ গণপরিবহন ব্যবস্থা অর্থাৎ জরুরি পরিষেবা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল বন্ধ। যেসকল দূরপাল্লার যাত্রীরা এইদিন শিয়ালদহ স্টেশনে আসা পৌঁছেছেন তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। যাত্রীদের অভিযোগ বহু প্রতীক্ষার পর ও মিলছে না ট্যাক্সি। হাতেগোনা যে কটি ট্যাক্সি চলাচল করছে তাঁরাও মাত্রারিক্ত ভাড়া দাবি করছেন। পাওয়া যাচ্ছেনা কোনো ক্যাব ও। বাতিল করে দেওয়া হচ্ছে সব ক্যাব বুকিং ও। শিয়ালদহ থেকে নৈহাটী যেতে গেলে দিতে হবে ২০০০ টাকা, লিলুয়ার ক্ষেত্রে ১৫০০ ফলে স্টেশনেই মালপত্র নিয়ে ভোগান্তির শিকার হচ্ছে বহু যাত্রী।