Tax Free Countries | বসবাসের জন্য দিতে হয় না কর! একটি নয় বিশ্বে 'ট্যাক্স ফ্রি' দেশ রয়েছে বেশ কয়েকটি
Wednesday, July 24 2024, 4:18 am
Key Highlightsএমন কিছু দেশ আছে যেখানে বসবাস করলে দিতে হবে না কোনও ট্যাক্স।
বিশ্বের বেশিরভাগ দেশেই নাগরিকদের দিতে হয় কর। তবে এমন কিছু দেশ আছে যেখানে বসবাস করলে দিতে হবে না কোনও ট্যাক্স। এই তালিকায় রয়েছে উপসাগরীয় দেশ ওমান। অর্থনৈতিকভাবে সাবলম্বী এই দেশের নাগরিকদের কর দিতে হয় না। তালিকায় রয়েছে কুয়েতও। কর নেই কাতার,সৌদি আরবেও। কেম্যান দ্বীপপুঞ্জ, উত্তর আমেরিকা মহাদেশের ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। এই দ্বীপপুঞ্জও নাগরিকদের উপর কোনও রকম কর আরোপ করে না। এছাড়াও ইউরোপের ছোট্টো দেশ মোনাকো, ব্রুনাই দেশ এবং বাহামা দ্বীপপুঞ্জেও কর নেওয়া হয় না।
- Related topics -
- আন্তর্জাতিক
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ট্যাক্স

