Tata AirBus | ভারতে প্রথম সামরিক বিমান তৈরি করবে টাটা! সোমবার উদ্বোধন টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের
Sunday, October 27 2024, 4:49 pm
 Key Highlights
Key Highlightsবরোদায় অবস্থিত টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে সি২৯৫ পরিবহণ বিমান তৈরি করা হবে।
দেশে এই প্রথম সামরিক বিমান তৈরি করবে টাটা গ্রূপ। সোমবার বরোদায় উদ্বোধন করা হবে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্স। রিপোর্ট অনুযায়ী, বরোদায় অবস্থিত টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে সি২৯৫ পরিবহণ বিমান তৈরি করা হবে। এই বিমানগুলি সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়।পরবর্তীকালে তাদের তৈরি বিমানের রক্ষণাবেক্ষণের কাজও এই কমপ্লেক্সেই করবে টাটা এবং এয়ারবাস। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই কমপ্লেক্স থেকে প্রথম বিমান তৈরি হয়ে বের হবে। ২০৩১ সালের অগস্টের মধ্যে আরও ৩৯টি বিমান এই কমপ্লেক্স থেকে তৈরি হয়ে বের হবে।
-  Related topics - 
- দেশ
- ভারত
- টাটা
- টাটা গ্রূপ
- প্রতিরক্ষা

 
 