Tata Chemicals | পদত্যাগ করলেন টাটা কেমিক্যালস-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর এন চন্দ্রশেখরণ! কে হবেন নতুন চেয়ারম্যান?

Wednesday, May 28 2025, 4:35 pm
Tata Chemicals | পদত্যাগ করলেন টাটা কেমিক্যালস-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর এন চন্দ্রশেখরণ! কে হবেন নতুন চেয়ারম্যান?
highlightKey Highlights

টাটা কেমিক্যালস-এর চেয়ারম্যান ও ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ।


পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ও ডিরেক্টর টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। বুধবার বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ২৯ মে থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে। টাটা কেমিক্যালসের শীর্ষপদ থেকে সরে যাওয়ার পর বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকে তাঁর উত্তরসূরিকেও বেছে নেওয়া হয়েছে। টাটা কেমিক্যালসের পরবর্তী চেয়ারম্যান হবেন এস পদ্মনাভন। ৩০শে মে দায়িত্ব নেবেন তিনি। অ্যাডিশনাল ডিরেক্টর হিসাবে কাজ করবেন মদন সাহা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File