Airtel Digital-Tata Play | মিশে যাবে টাটা প্লে ও এয়ারটেল ডিজিটাল টিভি! কোন সংস্থা পাবে কত অংশীদারিত্ব?

টাটা ও ভারতী গোষ্ঠী তাদের ক্ষতিতে চলা DTH ব্যবসার সংযুক্তিকরণের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।
মিশে যেতে চলেছে টাটা প্লে ও এয়ারটেল ডিজিটাল টিভি! সূত্রে খবর, টাটা ও ভারতী গোষ্ঠী তাদের ক্ষতিতে চলা DTH ব্যবসার সংযুক্তিকরণের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। জানা গিয়েছে, সংযুক্ত সংস্থায় ৫০ শতাংশের বেশি অংশীদারিত্ব থাকবে এয়ারটেলের। বাকি অংশীদারিত্ব থাকবে ওয়াল্ট ডিজ়নি সহ টাটা প্লের বাকি মালিকদের হাতে। এদিকে সংযুক্তিকরণের পরে টাটা প্লের ১৯ মিলিয়ন গ্রাহকের নাগাল পাবে এয়ারটেল, যা তাদের টেলিকম, ব্রডব্যান্ড ও ডিটিএইচ একসঙ্গে বেচার কৌশলকে নিশ্চিতভাবে সাহায্য করবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- টাটা
- এয়ারটেল