Tata Group । টাটা সন্সের নতুন চেয়ারম্যান হলেন নোয়েল টাটা, চেয়ার পেয়েই কিনলেন আস্ত একটি বিদ্যুৎ সংস্থা
Friday, November 8 2024, 5:58 am
 Key Highlights
Key Highlightsরতন টাটার মৃত্যুর পর টাটা সন্সের চেয়ারম্যান হয়েছেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা। গত ৬ নভেম্বর ১৮.৬৪ কোটি টাকায় পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেড কিনে নিলেন তিনি।
গত ৬ নভেম্বর ১৮.৬৪ কোটি টাকায় পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেড কিনে নিল টাটা পাওয়ার। পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেডের বার্ষিক টার্ন ওভার ছিল ২৫৬.১৮৩ কোটি টাকা। সংস্থাটি বিদ্যুৎ সরবরাহ করত। কিন্তু এখন এই সংস্থা ধুঁকছে। সংস্থাকে পুনরুজ্জীবিত করতে পারাদ্বীপ ট্রান্সমিশন লিমিটেডের ১০০ শতাংশ শেয়ার কিনে নিলেন টাটা সন্সের নতুন চেয়ারম্যান নোয়েল টাটা। প্রসঙ্গত, রতন টাটার মৃত্যুর পর টাটা সন্সের দ্বায়িত্ব পেয়েছেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা।
-  Related topics - 
- টাটা গ্রূপ
- টাটা
- রতন টাটা
- ব্যবসা বাণিজ্য
- চেয়ারম্যান
- ব্যবসায়ী

 
 