ব্যাবসায়িক

অনলাইন গ্রসারি ব্যবসায় পদার্পন করছে টাটা! বিগবাস্কেট অধিগ্রহণ করার পরিকল্পনা টাটাগোষ্ঠীর।

অনলাইন গ্রসারি ব্যবসায় পদার্পন করছে টাটা! বিগবাস্কেট অধিগ্রহণ করার পরিকল্পনা টাটাগোষ্ঠীর।
Key Highlights

ভারতের বৃহত্তম অনলাইন মুদিখানা পণ্য বিক্রেতা বিগবাস্কেট অধিগ্রহণ করতে চলেছে টাটা গোষ্ঠী। সূত্রের মতে, ওই গ্রসারি চেনের বেশিরভাগ, প্রায় ৫১ শতাংশ অংশিদারিত্বই টাটা গোষ্ঠীর হাতে চলে যেতে পারে। চলতি মাসের শেষে হয়ে যেতে পারে দু’টি সংস্থার চুক্তি। নিয়ে দীর্ঘ দিন ধরেই কথাবার্তা চালাচ্ছে দু’টি সংস্থা। সমীক্ষা অনুযায়ী, অলনাইন ওই মুদিখানা দ্রব্য বিক্রয়কারী সংস্থাটি বর্তমানে দৈনিক ৩ লক্ষ অর্ডার পেয়ে থাকে। চলতি বছরের মার্চ মাসে ওই সংস্থাটির মোট মূল্য ৯ হাজার কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। এই অ্যাপের মাধ্যমেই পোশাক, বৈদ্যুতিন সামগ্রী, খাদ্য, মুদিখানার দ্রব্য-সহ বিভিন্ন জিনিসপত্র কেনা যাবে বলেই মনে করা হচ্ছে।