E Commerce | বিলাসবহুল পণ্য কেবল ধনীদেরই নয়, ই-কমার্সের দৌলতে বিলাসবহুল সামগ্রীর বিক্রি বেড়েছে ছোট শহরগুলিতেও!

Tuesday, February 18 2025, 6:39 am
highlightKey Highlights

টাটা ক্লিক লাক্সারির এক রিপোর্ট বলছে, বড় শহরকে টেক্কা দিয়ে ই কমার্সের জন্য ছোট শহরগুলিতেও বিলাসবহুল সামগ্রীর বিক্রি বেড়েছে।


এখন ই কমার্স প্ল্যাটফর্মগুলির দৌলতে বাড়ি বসেই সব জিনিস ক্রয় করা সম্ভব। সম্প্রতি টাটা ক্লিক লাক্সারির এক রিপোর্ট বলছে, বড় শহরকে টেক্কা দিয়ে ই কমার্সের জন্য ছোট শহরগুলিতেও বিলাসবহুল সামগ্রীর বিক্রি বেড়েছে। বিশেষজ্ঞদের কথায়, ‘বিলাসবহুল পণ্য এখন আর শুধুমাত্র অতি ধনী ব্যক্তিদের কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের টিয়ার টু এবং টিয়ার থ্রি শহর এবং ছোট, খুব একটা নাম শোনা যায় না এমন শহরগুলিতেও এর বিক্রি বাড়ছে।’ ছোট শহরের নতুন ক্রেতারা অনেক বেশি সচেতন এবং রীতিমতো গবেষণা করার পরে কেনাকাটা করছে বলেও মত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File