Taslima Nasreen | অমিত শাহের কাছে আর্জি জানানোর পর রাতারাতি পারমিটের মেয়াদ বাড়লো তসলিমা নাসরিনের
তসলিমা নাসরিনের ভারত থাকার পারমিট বাড়ানো হয়েছে, অমিত শাহের কাছে অনুরোধের পর।
ভারতে থাকতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পারমিটের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছিলেন ‘নির্বাসিত’ বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সেই আর্জি শুনে মঙ্গলবারই ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়নো হলো তসলিমার। আর তা পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় অমিত শাহকে উদ্দেশ করে ধন্যবাদে ভরিয়ে দিলেন লেখিকা। উল্লেখ্য, তাঁর লেখার জন্য ১৯৯৪ সালে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি হয়। ২০০৪ থেকে ভারতে থাকতে শুরু করেন তিনি। কিন্তু ২২ জুলাই ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে গিয়েছিল তসলিমার।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- অমিত শাহ