Tangra Murder Case | ট্যাংরার অভিজাত দে পরিবারের ৩ সদস্য খুন-কাণ্ডে গ্রেফতার বড় ছেলে প্রণয় দে!
Saturday, May 17 2025, 1:10 pm

আজ এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তারপরই তাঁকে গ্রেফতার করে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। আদালত তাকে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
ট্যাংরায় দে পরিবারের দুই স্ত্রীর হাতের শিরা ও গলা কেটে ও কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় গ্রেফতার পরিবারের বড় ছেলে প্রণয় দে। আজ এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তারপরই তাঁকে গ্রেফতার করে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। আদালত তাকে ৩০ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই খুনের ঘটনায় প্রণয়কে সহযোগিতা করেছিলেন তার ভাই প্রসূন দে। এদিন তাকেও গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, আপাতদৃষ্টিতে ধনী দে পরিবার হঠাৎই ব্যবসায় বিশাল ধাক্কা খায়। এরপরই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রণয় ও প্রসূন দে।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- খুন
- গ্রেফতার