Tangra Case | “শ্বাস আটকে মরার অভিনয় করেছি”! বুদ্ধির জেরে কোনওমতে প্রাণে রক্ষা ট্যাংরা-কাণ্ডের প্রসূন দে'র ছেলের!

Thursday, February 27 2025, 11:38 am
highlightKey Highlights

উপস্থিত বুদ্ধির জেরে কোনওমতে প্রাণরক্ষা ট্যাংরাকাণ্ডের প্রসূন দে'র ছেলের।


উপস্থিত বুদ্ধির জেরে কোনওমতে প্রাণরক্ষা ট্যাংরাকাণ্ডের প্রসূন দে'র ছেলের। শিশু সুরক্ষা কমিশনার প্রতিনিধিদের সামনে ওই নাবালক জানায় , বোনের মতো তাকেও ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়েছিল, কিন্তু তাতে কিছুই হয়নি তার। নাবালক বলে, “কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে মরার অভিনয় করেছি। তারপরই কাকা এবং বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়। আমি দোতলায় উঠে দেখি মা, কাকিমা এবং বোন মৃত অবস্থায় পড়ে আছে। তাদেরও খুন করা হয়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File