Haldia | হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুন! ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তমলুক আদালতের

হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অপরাধে চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক আদালত।
২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হলদিয়ায় এক নারকীয় খুনের ঘটনা ঘটে। নিউ ব্যারাকপুরে বাসিন্দা রিয়া ও তাঁর মা রমার সঙ্গে শেখ সাদ্দাম হোসেনের অবৈধ প্রেম হয়। হলদিয়ার একটি ভাড়াবাড়িতে ধর্মান্তরের মাধ্যমে মেয়েকে বিয়ে করে সাদ্দাম। এরপরই ত্রিকোণ প্রেমের সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার দিন সাদ্দাম ও তার তিন সহযোগী মনজুর আলম মল্লিক, শুকদেব দাস ওরফে শিবু ও আমিনুর হোসেন মা মেয়েকে অচৈতন্য করে নদীর তীরে পেট্রোল ঢেলে তাঁদের জীবন্ত পুড়িয়ে মারে। এঘটনায় চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক আদালত।