খেলাধুলা

Ravichandran Ashwin | বল টার্ন করাতে রাসায়নিক ব্যবহার? অশ্বিনের দলকে কাঠগড়ায় তুললো বিপক্ষ!

Ravichandran Ashwin | বল টার্ন করাতে রাসায়নিক ব্যবহার? অশ্বিনের দলকে কাঠগড়ায় তুললো বিপক্ষ!
Key Highlights

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে রবিচন্দ্রন অশ্বিনের দল ‘দিন্দিগুল ড্রাগনস’-এর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিল বিপক্ষ দল ‘মাদুরাই প্যান্থার্স’-এর সিইও ডি পূজা।

বল ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠলো রবিচন্দ্রন অশ্বিনের দিকে। সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল অশ্বিনের দল ‘দিন্দিগুল ড্রাগনস’ এর। ‘মাদুরাই প্যান্থার্স’এর সিইও ডি পূজা অভিযোগ করেন, তোয়ালে মধ্যে বিশেষ একটি কেমিক্যাল মিশিয়ে বল বিকৃত কোর্স করছেন অশ্বিন এবং বাকি বোলাররা। বল যখন ব্যাটের সংযোগে আসলেই ধাতব শব্দ পাওয়া যাচ্ছে। যদিও বোর্ডের নির্দেশ মোতাবেক বল বিকৃতির স্বপক্ষে কোনো প্রমান দিতে পারেনি তাঁরা। ফলে অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন অশ্বিন ও তাঁর দল।