Bangladesh | বদলের বাংলাদেশে জারি তালিবানি শাসন, ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ বন্ধ করলো ইউনুস সরকার
Sunday, February 16 2025, 4:42 pm

মহম্মদ ইউনুসের বাংলাদেশে আগেই বন্ধ হয়েছে লালন স্মরণোৎসব, বসন্ত উৎসব। এবার ‘তালিবানি শাসনে’র আরও এক উদাহরণ: বন্ধ হল ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’।
পদ্মাপাড়ে অশান্ত বাংলাদেশ। ওপর বাংলায় চলছে তালিবানি শাসন। বারবার নয়া ফতোয়া জারি করেছে ইউনুস সরকার। শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’। বাংলাদেশ মহিলা সমিতির প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান হওয়ার জন্যে পুলিশ ও অন্যান্য দপ্তরের অনুমোদনও নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে শনিবার সকালে আচমকাই আয়োজকদের ফোন করে পুলিশ জানায়, নাট্য উৎসব করা যাবে না। ১৪ দিনব্যাপী নাট্যোৎসবের জন্য গত দুমাস ধরে ঢাকার ৮৫টি নাট্যদলের কয়েক শো কর্মী অক্লান্ত পরিশ্রম করছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- মহাম্মদ ইউনূস
- মহম্মদ ইউনুস
- ঢাকা
- চিত্রনাট্যকার