Taliban | তালিবান আছে তালিবানেই! আফগানিস্তানে বন্ধ করা হলো একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’

Wednesday, February 5 2025, 2:41 pm
Taliban | তালিবান আছে তালিবানেই! আফগানিস্তানে বন্ধ করা হলো একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’
highlightKey Highlights

আফগানিস্তানে বন্ধ হয়ে গেল একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার থেকে হার্ড ড্রাইভ, ফাইল থেকে ফোন। আটক কর্মীরাও ।


২০২১এ কাবুল দখল করে তালিবানেরা বলেছিলো ' এটা নতুন তালিবান।' 'কাবুলিওয়ালার দেশ' যে একটুও বদলায়নি তাঁর প্রমান পাওয়া গেলো। আফগানিস্তানে বন্ধ করা হলো একমাত্র মহিলা পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। সম্প্রচার নীতি লঙ্ঘন ও স্টেশনের লাইসেন্সের চূড়ান্ত অপব্যবহার এর অভিযোগে রেডিও স্টেশনটির কম্পিউটার থেকে হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করা হলো। আটক করা হলো পুরুষ ও মহিলা কর্মীদের। উল্লেখ্য, ওই রেডিও চ্যানেলে প্রতিদিন ৬ ঘণ্টা মহিলাদের শিক্ষিত করার পদ্ধতি বিষয়ক সম্প্রচার হত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File