Afghanistan Polio | আফগানিস্তানে সকল পোলিও টিকাদান অভিযান স্থগিত করলো তালেবান সরকার
তালেবান সরকার আফগানিস্তানে পোলিও টিকা ক্যাম্পেইন বন্ধ করে দিয়েছে, যা পোলিও দমনের বিশ্বব্যাপী প্রচেষ্টাকে বিপন্ন করতে পারে।
আফগানিস্তানে সকল পোলিও টিকাদান অভিযান স্থগিত করেছে তালেবান নিয়ন্ত্রিত সরকার। জাতিসংঘের মতে কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা যুক্তি না দিয়েই সেপ্টেম্বরে পরিকল্পিত টিকাদান স্থগিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা ঘরে ঘরে টিকাদান না করে মসজিদে টিকা দেওয়ার বিষয়ে আলোচনার বিষয়ে সচেতন। উল্লেখ্য, চলতি বছর আফগানিস্তানে পোলিওর ১৮ টি কেস নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা ২০২৩ সালের চেয়ে অনেক বেশি।