আন্তর্জাতিক

Taliban | এবার ঘর বানাতে হবে জানলাবিহীন! ‘নারী নিরাপত্তা’র মোড়কে নয়া ফরমান তালিবান সরকারের

Taliban | এবার ঘর বানাতে হবে জানলাবিহীন! ‘নারী নিরাপত্তা’র মোড়কে নয়া ফরমান তালিবান সরকারের
Key Highlights

বলা হয়েছে, দেশে তৈরী হওয়া নতুন বাড়িগুলিতে রাখা যাবে না জানলা। মূলত, অন্দরমহলের যে সকল জায়গা মেয়েরা ব্যবহার করে সেগুলিকে রাখতে হবে জানলাবিহীন, যাতে বাইরে থেকে কেউ যেন ঘরের মধ্যে থাকা মেয়েদের দেখতে না পায়।

তালিবানে ‘নারী নিরাপত্তা’র মোড়কে নানান ফরমান জারি করছে সেখানকার সরকার। শিক্ষা, পোশাক, চাকরি সহ একাধিক ক্ষেত্রে নারীদের হাত পা 'বেঁধে' দিয়েছে তালিবান সরকার। এবার ঘরের জানলা তৈরিতেও আপত্তি! বলা হয়েছে, দেশে তৈরী হওয়া নতুন বাড়িগুলিতে রাখা যাবে না জানলা। মূলত, অন্দরমহলের যে সকল জায়গা মেয়েরা ব্যবহার করে সেগুলিকে রাখতে হবে জানলাবিহীন, যাতে বাইরে থেকে কেউ যেন ঘরের মধ্যে থাকা মেয়েদের দেখতে না পায়। যে সব বাড়িতে ফরমান জারি হওয়ার আগেই জানলা তৈরি হয়ে গিয়েছে, তাদের সেই জানলা বুজিয়ে দিতে হবে।