হেরাটের পর এবার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও তালিবানদের দখলে
Friday, August 13 2021, 3:23 pm
Key Highlights
বড় সাফল্য লাভ করলো তালিবানরা। ন্যাটো এবং আমেরিকান সেনা সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই প্রথম এত বড় সফলতা অর্জন করলো এই সশস্ত্র গোষ্ঠী। তালিবানরা একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করার পর ফের ব্যাপক সংঘর্ষ করে শুক্রবার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারও দখল করে নেওয়ার দাবি করল। এক তালিবান মুখপাত্র টুইট করে জানান, 'শত্রুরা পালিয়ে গিয়েছে...ডজনখানেক সেনার গাড়ি, অস্ত্র ও বিস্ফোরক মুজাহিদিনদের হাতে এসেছে'।
- Related topics -
- প্রতিরক্ষা
- আফগানিস্তান
- তালিবান
- কান্দাহার