IPL 2025 | আজ কলকাতায় তারকাদের মেলা, একনজরে দেখে নিন আইপিএল ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সূচি

Saturday, March 22 2025, 1:12 pm
highlightKey Highlights

বিকেল ৫টা থেকেই ইডেনে অনুষ্ঠান শুরু হয়েছে। মঞ্চ মাতিয়েছেন তারকা গায়িকা শ্রেয়া ঘোষালও। শ্রেয়ার পর মঞ্চে উঠেছেন দিশা পাটানি।


বিকেল ৫টা থেকেই ইডেনে অনুষ্ঠান শুরু হয়েছে। ৬;১০এ আইপিএল কাউন্ট UP-VT। ৬:১১তে ওপেনিং শাহরুখের মনোলগ, মনোগ্রাহী একটি বক্তব্যে মহানগরী মাতিয়েছেন বাদশা। মঞ্চ মাতিয়েছেন তারকা গায়িকা শ্রেয়া ঘোষালও। শ্রেয়ার পর মঞ্চে উঠেছেন দিশা পাটানি। দিশার পারফরম্যান্সের মাঝেই মঞ্চে উঠবেন র‍্যাপার এবং গায়ক করণ আউজলা। ৬:৪৪ নাগাদ দুদলের ক্রিকেটার, অধিনায়ক এবং বিসিসিআই আধিকারিকদের সঙ্গে কেক কাটিং অনুষ্ঠান, বেলুন ওড়ানো, ড্রোন শো, ট্রফি নিয়ে ক্রিকেটারদের ছবি তোলা। অনুষ্ঠান শেষ হবে ৭:৪৫ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File