Taj Mahal | প্রবল বৃষ্টি অগ্রাতে, ফাটল তাজ মহলের দেওয়াল! মূল গম্বুজেও ফুটো
Sunday, September 22 2024, 9:40 am
Key Highlightsপ্রবল বৃষ্টিতে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধ তাজ মহলের গায়ে ফাটল!
প্রবল বৃষ্টিতে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এই সৌধ তাজ মহলের গায়ে ফাটল! দেওয়াল, মেঝে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে ফাটল দেখা গিয়েছে। কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে আগ্রায়, তার জেরেই ফাটল সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই তাজমহলের গায়ে বেড়ে উঠতে দেখা গিয়েছে গাছের ডালপালাও! ফুটো হয়ে গিয়েছে তাজমহলের মূল গম্বুজ। গত কয়েকদিন যে পরিমাণ বৃষ্টি দিল্লি ও আগ্রাতে হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে অবস্থা তথৈবচ।

