Taiwan Typhoon | টাইফুন গেইমির তান্ডবের শিকার তাইওয়ান এবং ফিলিপাইন! মৃত্যু অসংখ্য মানুষের! হয়েছে জাহাজডুবিও
তাইওয়ান এবং ফিলিপাইনে ধ্বংসলীলা চালালো টাইফুন। বর্তমানে টাইফুন গেইমি চীনের মূল ভূখণ্ডে ল্যান্ডফল করেছে বলে খবর।
তাইওয়ান এবং ফিলিপাইনে ধ্বংসলীলা চালালো টাইফুন। বর্তমানে টাইফুন গেইমি চীনের মূল ভূখণ্ডে ল্যান্ডফল করেছে বলে খবর। বুধবার আঘাত হানা এই টাইফুনের প্রভাবে ফিলিপিন্স, তাইওয়ান ও ভিয়েতনামের বহু মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঘটেছে পণ্যবাহী একটি জাহাজডুবির ঘটনা। জাহাজটি দ্বীপরাষ্ট্রটির দক্ষিণের বন্দর নগর কাওশিউং থেকে দূরে সমুদ্রে অবস্থান করছিল। এদিকে গায়েমির প্রভাবে তাইওয়ানের প্রতিবেশী দেশ ফিলিপিন্সে ভারি বৃষ্টি হয়েছে। সেখানে তেলবাহী একটি ট্যাংকার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্যাংকারটিতে প্রায় ১৫ লাখ লিটার জ্বালানি তেল ছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- টাইফুন
- ঘূর্ণিঝড়