Tahawwur Rana | ১৪ ফুট বাই ১৪ ফুট ঘর,রয়েছে কেবল বিছানা শৌচালয়! তাহাউরের বর্তমান ‘বাড়ি’ কেমন জানেন?

Saturday, April 12 2025, 8:26 am
highlightKey Highlights

আপাতত রানার ঠাঁই হয়েছে দিল্লিতে এনআইএর সদর দফতরের নীচতলার ১৪ ফুট বাই ১৪ ফুট সেলে।


বৃহস্পতিবারই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হয় ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রানাকে। এরপর তাকে গ্রেফতার করে NIA এবং ১৮ দিনের হেফাজত দেয় আদালত। সূত্রের খবর, আপাতত রানার ঠাঁই হয়েছে দিল্লিতে এনআইএর সদর দফতরের নীচতলার ১৪ ফুট বাই ১৪ ফুট সেলে। সেখানে সর্বক্ষণ রয়েছে সিসিটিভির নজরদারি। বাইরে রয়েছে অতিরিক্ত দিল্লি পুলিশ এবং আধাসামরিক বাহিনী। কেবলমাত্র ১২ জন মনোনীত এনআইএ অফিসার রানার সেলে প্রবেশের অনুমতি পেয়েছেন। সেলের মাটিতে কেবল রয়েছে একটি বিছানা এবং একটি শৌচালয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File