Tahawwur Rana | পরিবারের সাথে কথা বলতে চায় তাহাউর রানা! আদালতের দ্বারস্থ মুম্বাই হামলার মূল চক্রী

Wednesday, May 28 2025, 4:37 am
highlightKey Highlights

পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে ফের আদালতের দ্বারস্থ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা।


এ বছরই ভারতে প্রত্যার্পণ করানো হয়েছে ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে। বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি রয়েছে তাহাউর। আর এই বন্দীদশাতেই বারবার নিজের পরিবারের সাক্ষাৎ চাইছে সে। আদালতের দ্বারস্থ হয়ে আইনি পথে পরিবারের সাথে কথা বলতে তৎপর রানা। মঙ্গলবার সে পাটিয়ালা হাউস কোর্টে এই সম্পর্কিত একটি আবেদন করেছে। বুধবার মামলাটির শুনানির হবে এনআইএ আদালতে। ঊল্লেখ্য,পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে এর আগেও দিল্লির বিশেষ এনআইএ আদালতে আবেদন করেছিল তাহাউর। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File