Tahawwur Rana | পরিবারের লোকের সাথে দেখা করতে পারবেন না তাহাউর রানা! ঘোষণা দিল্লি কোর্টের

পরিবারের লোকজনের সঙ্গে এখন কোনও রকম যোগাযোগও করতে পারবেন না ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানা।
আমেরিকা থেকে ভারতে প্রত্যার্পণের পর দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তোলা হয়েছিল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে। এরপরই পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার জন্য কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন তাহাউর। এই আবেদনের বিরোধিতা করা হয় এনআইএ এর তরফে। তারপরই বৃহস্পতিবার তাহাউরের আর্জি নামঞ্জুর করেছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ বিচারক চন্দর জিৎ সিং। যতদিন না পর্যন্ত মামলার শুনানি হচ্ছে ততদিন এনআইএ এর হেফাজতে থাকতে হবে তাঁকে।