Tahawwur Rana | মোস্ট ওয়ান্টেড জঙ্গি তাহাউর রানাকে 'স্বাগত' জানাতে প্রস্তুত বুলেটপ্রুফ গাড়ি, SWAT বাহিনী!

দীর্ঘ টানাপোড়েন শেষে ভারতে আনা হচ্ছে ২৬/১১ সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে।
দীর্ঘ টানাপোড়েন শেষে ভারতে আনা হচ্ছে ২৬/১১ সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে। বুধবারই তাকে বিশেষ বিমানে চড়িয়ে আমেরিকা থেকে রওনা দেন তদন্তকারীরা। অনুমান ছিল বৃহস্পতিবার সকালেই ভারতে নামবে সেই বিমান। তবে তা পৌঁছল বিকেলে। এদিকে তাকে 'স্বাগত' জানাতে প্রস্তুত ভারত সরকার। তাহাউরকে পালাম বিমানবন্দর থেকে NIAর সদর দপ্তরে নিয়ে যাওয়ার জন্য বন্দোবস্ত করা হয়েছে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি, SWAT বাহিনীর। NIA সদর দপ্তর থেকে রানাকে প্রথমে পাটিয়ালা হাউস কোর্টে এবং পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- মুম্বাই
- ২৬/১১ মুম্বাই হামলা
- জঙ্গি
- জঙ্গি হামলা