Zakir Hussain | ফিরলেন না ভারতে, মার্কিন মুলুকেই চিরনিদ্রায় শায়িত হলেন 'তবলা সম্রাট' জাকির হুসেন! শেষকৃত্যেও রইলো সঙ্গীত
Friday, December 20 2024, 8:49 am
Key Highlightsবৃহস্পতিবার (মার্কিন সময়ানুসারে) সান ফ্রান্সিসকোর ফার্নউড কবরস্থানে পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হুসনকে।
গত সোমবার ভোরে ৭৩ বছর বয়সে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে প্রয়াত হন জাকির আল্লা রাখা কুরেশি তথা জাকির হুসেন। ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন তিনি। তবলা বাদকের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। বৃহস্পতিবার (মার্কিন সময়ানুসারে) সান ফার্নউড কবরস্থানে পরিবার ও প্রিয়জনদের উপস্থিতিতেই দাফন করা হয় জাকির হুসনকে। তাঁর শেষকৃত্যেও রইলো সঙ্গীতের ছোঁয়া। জাকির হুসনের শেষযাত্রায় চোখে জল নিয়েই ড্রাম বাজালেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, তথা বাদ্যকার শিবমণি।
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- সেলিব্রিটি
- প্রয়াত
- মার্কিন যুক্তরাষ্ট্র

