সেলিব্রিটি

‘তারক মেহতা কা উল্টা চশমা’র জনপ্রিয় অভিনেত্রী দিশা ভাকানি গলার ক্যানসারে ভুগছেন, এই খবর কি আদৌ সত্য?

‘তারক মেহতা কা উল্টা চশমা’র জনপ্রিয় অভিনেত্রী দিশা ভাকানি গলার ক্যানসারে ভুগছেন, এই খবর কি আদৌ সত্য?
Key Highlights

সম্প্রতি গুঞ্জন ছড়ায় যে, জনপ্রিয় টেলিভিশন শো 'তারক মেহতা কা উল্টা চশমা’র দয়া ওরফে অভিনেত্রী দিশা ভাকানি গলার ক্যানসারে আক্রান্ত।

পাঁচ বছর হল অভিনেত্রী দিশা ভাকানিকে আর দেখা যায় না 'তারক মেহতা কা উল্টা চশমা’য় । এই ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী। দয়া চরিত্রটি এত আপন হয়ে উঠেছিল দর্শকদের কাছে যে আজও তাঁকে ভুলতে পারেননি দর্শকরা।

হিন্দি টেলি দুনিয়ায় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে 'তারক মেহতা কা উল্টা চশমা’। এই ধারাবাহিকের 'দয়াবেন’ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন অভিনেত্রী দিশা ভাকানি। কিন্তু তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভক্তকুলে। দিশা নাকি গলার ক্যানসারে আক্রান্ত! এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রীর ভাই ময়ূর ভাকানি।

অভিনেত্রী দিশার ভাই বলেছেন, ‘‘এমন খবর সত্য নয়। এ ধরনের অনেক গুজবই ছড়ায়। কোনওটিই সত্য নয়।’’ দিশা সুস্থ রয়েছেন এবং তাঁর গলায় ক্যানসার হয়নি। এ কথা জানিয়েছেন তাঁর ভাই। ফলে এটা নেহাতই গুজব। এ ব্যাপারে দিশার ভক্তরা যাতে অহেতুক উদ্বিগ্ন না হন, সে বার্তাও দিয়েছেন ময়ূর।

প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন ছড়ায় যে, দিশা নাকি গলার ক্যানসারে আক্রান্ত। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শেষমেশ এই খবর সত্য নয় বলে জানালেন তাঁর ভাই। ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন দিশার ভক্তরা।

এই প্রসঙ্গে অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বংশীওয়ালও বলেন, ‘‘দিশার সঙ্গে সবসময় যোগাযোগ রয়েছে। মনে হয় না, এই খবরটা সত্য। অগস্টের শেষেও ওর সঙ্গে কথা হয়েছিল।’’


Singur Nurse | প্রকাশ্যে সিঙ্গুরের নার্সের ময়নাতদন্তের রিপোর্ট, জোরালো হচ্ছে আত্মহত্যার সম্ভাবনা
Shramshree | দেওয়া হবে মাসে মাসে ৫ হাজার টাকা, মিলবে আরও সুবিধা! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পের ঘোষণা!
Shubhanshu Shukla | ঘরের ছেলে ফিরলো ঘরে, দেশের মাটিতে পা রাখলেন 'স্পেস বয়' শুভাংশু শুক্লা
Salt Lake | সল্টলেকে ডেলিভারি বয়ের জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক গাড়িচালক
Salt Lake | রেলিংয়ে গাড়ির ধাক্কা, আগুনে ঝলসে মৃত ডেলিভারি বয়, পরিস্থিতি সামলাতে সল্টলেকে কাঁদানে শেল ছুঁড়লো পুলিশ
Breaking News | বাঁকুড়ায় মনসা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ গ্রামের ২২ জন!
ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জীবনী রচনা | Sarvepalli Radhakrishnan Biography, Quotes, Photos in Bengali