T20 World Cup | ICCর সঙ্গে চুক্তি ছিন্ন করছে জিওস্টার? কী জানালো সম্প্রচারকারী সংস্থা?
Friday, December 12 2025, 4:58 pm
Key Highlightsজল্পনা ছিল, আইসিসি’র সঙ্গে নাকি চুক্তি ছিন্ন করতে চাইছে সম্প্রকারচারী সংস্থা জিওস্টার।
জল্পনা ছিল, ICCর সঙ্গে নাকি চুক্তি ছিন্ন করতে চাইছে জিওস্টার। ফলে জনতার বিশ্বকাপ দেখা নিয়ে সংশয় তৈরী হচ্ছিল। যদিও এই বিচ্ছেদের খবর যে ভিত্তিহীন তা স্পষ্ঠ জানিয়েছে সংস্থা। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত জিওহটস্টারের সঙ্গে আইসিসি’র ৩ বিলিয়ন ডলারের চুক্তি আছে। উভয়পক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, “ভারতে আইসিসির মিডিয়া অধিকার চুক্তি সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমে যে প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন। আইসিসি এবং জিওস্টার চুক্তি আগের মতোই থাকবে।..জিওস্টার চুক্তি থেকে সরে এসেছে এমন ধারণা সম্পূর্ণ ভুল।”
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট বিশ্বকাপ
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- জিও

