T20 World Cup 2026 | প্রকাশ্যে এলো ২০২৬এর টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সূচি, কবে থেকে শুরু মহাদ্বৈরথ?

Wednesday, September 10 2025, 5:36 am
highlightKey Highlights

ESPN সূত্র মারফত সামনে এনেছে তারিখ। জানিয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


এশিয়া কাপের মাঝেই ২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সূচি প্রকাশ্যে এনেছে ESPN.in। ESPN সূত্রে খবর, ২০২৬ সালের ৭ই ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত। আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। দুই দেশের মোট পাঁচটা ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচগুলো। মোট ৫৫টা ম্যাচ হবে। ২০টা দল অংশগ্রহণ করবে। প্রতিটা দলকে চারটে গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপ থেকে দুটো করে দল যাবে সুপার এইটে। সেখান থেকে চারটে দল সেমি ফাইনাল এবং দুটো দল ফাইনাল খেলবে। IPL শুরুর আগেই শেষ হবে বিশ্বকাপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File