গতির খেলায় জীবন বলি! মাত্র ১৯ বছরেই প্রাণ হারালো তরুণ রাইডার জেসন ডুপাসকুয়ের
Sunday, May 30 2021, 2:08 pm
Key Highlightsগত শনিবার মোটো থ্রি-র দ্বিতীয় মরসুমে বাইক নিয়ে রেসে নেমে প্রাণ হারালেন মাত্র ১৯ বছরের তরুণ রাইডার জেসন। ট্র্যাকে স্লাইড করার সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে জেসনের বাইকের। তারপরই ছিটকে পড়ে যায় জেসন। তৎক্ষণাৎ ছুটে আসেন সেখানে থাকা ডাক্তাররা। তাঁকে ৪০ মিনিট পর্যবেক্ষণের পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ফ্লোরেন্সের কারেগি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কেও ভয়ঙ্কর চোট পেয়েছিলেন জেসন যার ফলে শত চেষ্টা করেও প্রাণে বাঁচানো গেলো না তরুণ রাইডারকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- খেলাধুলা
- জেসন ডুপাসকুয়ের
- রাইডার
- প্রয়াত

