মায়ের তন্ত্রসাধনার বলি ছেলে, গোটা বাড়িতে স্বস্তিক চিহ্ন-ত্রিশূল, চক্ষু চড়ক গাছ গোয়েন্দাদের
Wednesday, December 16 2020, 8:05 am
 Key Highlights
Key Highlightsএখনও রয়েছে কুসংস্কার, তাও আবার সল্টলেকের মতো অভিজাত এলাকায়। গত বৃহস্পতিবার সল্টলেকের এ জে ব্লকের বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার হয়। তারপরই শুরু হয় তদন্ত। ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, হলঘরে চেয়ারে বসিয়ে দেহ পোড়ানো হয় এবং সেই ছাই বাড়ির পেছন থেকে পাওয়া গেছে। গন্ধ আটকানোর জন্য ব্যবহৃত হয়েছে কর্পূর, ঘি, ধুনো জাতীয় জিনিস। এমনকি বাড়ির বাইরে চারদিকে একাধিক স্বস্তিক চিহ্ন ও ত্রিশুল পেয়েছেন তাঁরা। যার থেকে তাঁরা অনুমান করছেন তন্ত্র সাধনাকে সামনে রেখে পিছনে আরও বড় কোনও অপরাধ আড়ালের চেষ্টা হতে পারে। এইসব দেখে গোয়েন্দারাও অবাক।
-  Related topics - 
- জেলা
- লবন হ্রদ
- কুসংস্কার
- ক্রাইম
- শহর কলকাতা

 
 