ক্রাইমস্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করে নার্সিংহোম, চিকিৎসা না পেয়ে বারাসতে রোগীমৃত্যু

মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য কমিশনের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও বারাসতের একটি নার্সিংহোমের বিরুদ্ধে ফের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বারাসতের কাজিপাড়া সংলগ্ন একটি নার্সিংহোমে শাকেরা বিবি নামে কদম্বগাছির এক মহিলাকে হার্ট অ্যাটাক জনিত সমস্যার জেরে নিয়ে আসা হয়। ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। কিন্তু তারপরই আবার জানায় যে রোগী বেঁচে আছে, এজন্য রোগীর পরিবারকে নগদ ৩০ হাজার কাউন্টারে জমা করতে বলে নার্সিংহোম কর্তৃপক্ষ। এমনকি নির্দিষ্ট সময় অবজারভেশনে না রেখে মরদেহ ছেড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে।