দলত্যাগ বিরোধী পদক্ষেপ চেয়ে আজ রাজভবনে শুভেন্দু
Monday, June 14 2021, 6:59 am
Key Highlightsযত দিন যাচ্ছে ততই বিজেপি বিধায়ক মুকুল রায়কে নিয়ে জল্পনা বাড়ছে। মুকুল রায় বিজেপির বিধায়ক হওয়া সত্বেও তিনি ফের তৃণমূলে যোগদান করেছেন। সূত্রের খবর অনুযায়ী, তাকে তৃণমূলের এক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। অন্যদিকে রাজ্য রাজনীতিতে বিজেপি থেকে আরও কয়েকজন দলত্যাগ করতে পারেন বলে আশঙ্কা অনেকের। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার সকালে টুইট করে জানিয়েছেন, হঠাৎ করে দলত্যাগ অর্থাৎ রাজ্যের বর্তমান রাজনীতি নিয়ে আজ বিকেল চারটের সময় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে বৈঠকে বসবেন।