Sutirtha-Ankur | ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে সোনার পদক জয় বাংলার, সাফল্য আনলেন সুতীর্থা ও অঙ্কুর

Tuesday, October 22 2024, 1:53 pm
Sutirtha-Ankur | ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে সোনার পদক জয়  বাংলার, সাফল্য আনলেন সুতীর্থা ও অঙ্কুর
highlightKey Highlights

টিটিতে সাফল্য পেল বাংলা। মারগাঁওয়ে ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে সোনার পদক জয় করলেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং অঙ্কুর ভট্টাচার্য।


টিটিতে সাফল্য পেল বাংলা। মারগাঁওয়ে ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে সোনার পদক জয় করলেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং অঙ্কুর ভট্টাচার্য। ন্যাশনাল র‍্যাঙ্কিং টিটিতে একের পর এক রাউন্ডে দুরন্ত পারফরম্যান্স করে ফাইনালে পৌঁছে যান সুতীর্থা মুখোপাধ্যায়। সেখানে তিনি মুখোমুখি হন যশস্বিনী ঘোরপাড়ের। ফাইনালে ৪:২ ব্যবধানে ম্যাচ জিতে নেন সুতীর্থা। পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে পৌঁছে যান তরুণ টিটি খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন অপর তরুণ খেলোয়াড় রনিত ভঞ্জরের। ৩:১ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File