Asian TT Championship | এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া সুতীর্থা ও ঐহিকা
Saturday, October 12 2024, 10:56 am
Key Highlights
এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বাংলার দুই মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়।
এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন বাংলার দুই মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। সুতীর্থা ও ঐহিকা এশিয়ান টেবিল টেনিট চ্যাম্পিয়নশিপের উইমেন্স ডাবলসের সেমিফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেন। ভারত এর আগে কখনও এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের উইমেন্স ডাবলসে কোনও পদক জেতেনি।কোয়ার্টার ফাইনালে ঐহিকা ও সুতীর্থা জুটির লড়াই ছিল কোরিয়ার বিরুদ্ধে। চারটি গেম মিলিয়ে উইমেন্স ডাবলসের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ স্থায়ী হয় সাকুল্যে ৪৪ মিনিট।
- Related topics -
- খেলাধুলা
- টেবিল টেনিস
- ভারত
- দেশ
- রাজ্য