রহস্যমৃত্যু! অসংখ্য পরিযায়ী পাখির মৃতদেহ উদ্ধার পং জলাভূমি অঞ্চলে, কারণ এখনও অজানা বিশেষজ্ঞদের।
Monday, January 4 2021, 9:10 am
Key Highlightsগত ১৮ ডিসেম্বর পং জলাভূমিতে পরিযায়ী পাখিদের মৃত্যুর ঘটনা বনবিভাগের কর্মচারীদের নজরে আসে। যদিও সেদিন জলাভূমিতে ৩টি গুজ ও ১টি টিল প্রজতির মৃতদেহ পাওয়া যায়। সংখ্যাটা স্বাভাবিকের থেকে বেশি হলেও বিশেষ দুশ্চিন্তার কারণ ছিল না। কিন্তু পরের দিনই সংখ্যাটা ৪০০ ছাড়িয়ে যায়। স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেন বনবিভাগের সংরক্ষণ বিভাগের কর্তারা। ইতিমধ্যে জলন্ধর, দেরাদুন সহ দেশের ৪টি পরীক্ষাগারে পাখিগুলির মৃতদেহ পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যদিও মৃত্যুর কোনো কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক পরীক্ষায় এটুকু বোঝা গিয়েছে, কোনোধরণের বিষক্রিয়া পাখিদের শরীরে ঘটেনি। তবে গুজ প্রজাতির পাখিগুলি মৃত্যুর আগে বেশ অস্বাভাবিক আচরণ শুরু করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারও কোনো কারণ এখনও জানা যায়নি।
- Related topics -
- দেশ
- হিমাচল প্রদেশ
- পরিযায়ী পাখি
- বনবিভাগ সংরক্ষণকর্মী

